। কবিতা ভাবনা।


কবিতার কথা কবিতা করেই বলা যাক।
গদ্যে কলম বড় নড়বড়ে, চেনা গলি দিয়ে চলা যাক।
কবিতাকে নিয়ে কাটাছেঁড়া করা আমার কম্মো নয়,
অত নই হনু, ব্যাখ্যানা দেবো ‘ ইহারে কবিতা কয়’
কোনটা পুরোনো, কিসে আধুনিক, তত্ত্বতালাশ কত,
আমি বোকা লোক, ওসব ভাবলে ঘাবড়িয়ে থতমত,
বস্তুত আমি হরিদাস পাল, পাত্তা অদরকারী,
কেতাবের কথা ধরে টুকে দিলে গোলমাল হবে ভারী,
তার চেয়ে চলো এটা বলে দিই কবিতা নিয়ে কি ভাবি
কোন হলুদ বনে খুঁজে খুঁজে ফিরি মোহময় নাকছাবি।


কবিতা আমার রুক্ষ মাটিতে পিপাসার জল যেন,
কবিতা আমার দৃঢ় প্রতিবাদ, ফুঁসে ওঠা ভলকানো।
অক্ষম ক্রোধে আপোসী যাপন আমার কবিতা নয়,
কবিতা আমার অলিতে গলিতে খুঁজে নেওয়া পরিচয়।
কবিতা আমার ছোটোবেলা কথা, হারানো বেতাল বই,
ইচ্ছেনদীর টানে ভেসে যাওয়া বিন্নি ধানের খই,
কবিতা আমার সেই সব কথা, বলা হয়নি যা তাকে,
আমার বিষাদ, আমার আঘাত, প্রহর জাগিয়ে রাখে
কবিতা আমার কন্যার ফোন, এক পৃথিবীর সুখ,
কবিতা আমার ধমক লাগানো রাইকিশোরীর মুখ।
আমার মায়ের কাঁপা হাত ছুঁলে কবিতার ঘ্রাণ পাই,
ভাবনা শ্মশানে কবিতা আমার জমকালো রোশনাই।


এই দেখো আমি কত কথা বলি কবিতা আমার কি যে,
কথারা কিভাবে কাব্যিক হয় সেটা আজও বুঝিনি যে।
কখনো দেখেছি সব কিছু  আছে ছন্দ মিল ও বুলি
মনে মনে তবু জেনে যাই ঠিক কবিতাই না ওগুলি।
আবার কখনো একটি বাক্যে বাঁধভাঙা বানভাসি
চক্রাবর্তে তার কাছে আমি বারবার ফিরে আসি,
অনু পরমাণু, গদ্য মুক্ত ওসব কি আর বুঝি
উত্তাপ নেবো শব্দের কাছে এমন কবিতা খুঁজি।


তোমরা যারা কবিতা লিখছো আমার সেলাম নিও,
মাথা কুটে মরি , লিখতে পারিনি আজ অবধি একটিও...


আর্যতীর্থ