।কবিতা।


দুর্বোধ্যতার নাম হেঁয়ালি, কবিতা না।
কথাকে ভাসিয়ে দেওয়া বিনা ঠিকানা,
ছন্দে বা অছন্দে অসংলগ্ন কিছু ভাবনার ছাপ,
কবিতার নাম নিয়ে চেয়ে থাকা কৃশস্থূল কাগুজে প্রলাপ,
পাঠকের চোখে যারা যন্ত্রণাদায়ী,
এলোমেলো শব্দরা অন্তরা গায় যদি  বিনা কোনো স্থায়ী,
আঁতেলীয় ভাবে বলা মানেহীন ঠেসাঠেসি শব্দভনিতা,
হতে পারে আর কিছু ,  হয়না কবিতা।


তাবলে খুঁজলে কেউ  নিরীহ সহজবোধ্যতায়,
ঠকে যেতে পারে মসৃণ  নিছকই গদ্যতায়।
মোলায়েম ভাবে পা টিপে টিপে এসে,
কথা যদি জাপটায় ভারী ভালোবেসে,
মানে তুলে ধরে তার প্রতি অক্ষরে,
যদি চোরাস্রোত না বয় সে কথার ভেতরে,
যদি অন্তত আর একটা মানে অন্দরে লুকিয়ে না থাকে,
মনভাসি  সে শব্দ তবু তবে ছোঁয়নি কবিতাকে।


কোন কথা কবিতা আর কোনটা যে নয়,
আজও সেই রহস্যে ভরা বিস্ময়।
কবিতা কোনটা নয় বলা যত সোজা,
ততই কঠিন কবিতা কি সেটা বোঝা।
এই যে শব্দ তুমি পড়ছো পাঠক,
হয়তো কবিতাভানে জোচ্চর ঠগ,
অথবা তোমায় ছুঁয়ে কবিতা এরাই,
পরশপাথর খুঁজে খ্যাপারা বেড়াই....


আর্যতীর্থ