।কবিতার শব্দ।


শব্দকে ভৃত্য করে রাখে যে কলম
আর যাই হোক সে লেখেনা কবিতা।
দাসখতে কথা হয়  অন্যরকম,
চকমকি ঠুকলেই জ্বলে ওঠে চিতা।


কথারা পণ্য হয় কারো কারো পেনে
অচল জিনিস যায় বেচা অনায়াসে,
লাভের গুড়টি ভালো সে লেখক চেনে
লালা শুধু ছিটকিয়ে পড়ে চারপাশে।


কারো কথা সজ্জিত মিছে আশা খালি
ছলনা করতে পারে সিধেসাধা মুখে,
কখনো শব্দ সাজে পেতে হাততালি
কখনো বা হুমকি সে তোলা বন্দুকে।


এই সব কলমেরা মনে করে যদি,
তাদের কথাকে দেবে ছন্দের সাজ
জন্মের থেকে  যারা কবিতাবিরোধী,
শিখবে কি করে তারা সেই কারুকাজ!


তবু সে চেষ্টা থাকে নিয়মিত জারি
যদি কেউ মেনে নেয় কবিতার ভ্রমে
বিপণন বিজ্ঞাপণ স্লোগানের সারি
বারবার পেশ হয় বীর বিক্রমে।


বোঝে না সে বেচারিরা তত্ত্ব আজব
কবিরা মালিক নন, শব্দের দাস,
স্বপ্ন গুটিয়ে রাখে  কবিতারা সব,
ওড়ে শুধু সাথে পেলে স্বাধীন আকাশ।


আর্যতীর্থ