। কবিতার ঠিকভুল।


যদি প্রেমে পড়ো কোনো কবিতার,
দাঁড়ি কমা সবটুকু ভালো লাগে যেন
মানুষের মতো কবিতাও খুঁতে ভরা হয়,
এখানে আঁচিল থাকে , ওখানে জড়ুল,
দারুণ প্রেমের কথা হঠাৎ হোঁচট খেয়ে ভুল দিকে যায়
যতটুকু হলে মন চোখ দুইই ভরে যেতো,
তত ভালো দেখায় না যেন আয়নায়।
মনে হতে পারে বটে এইখানে
অন্য কথার কোনো কুমকুমে সাজালে
আরো বেশি গৃহকর্মনিপুণা দেখাতো তাকে,
তাই বলে মুখ ফুটে বোলো না সেই কথা কোনো কবিতাকে।
প্রেমিক বা প্রেমিকা যেমন হয় ,
দোষগুণ মেনে নিয়ে তার সাথে মেশো,
শব্দ ও ছন্দের সবটুকু খুঁত মেনে তাকে ভালোবেসো,
শরীরে যেও না তার,
কথাদের মধুমাখা ফাঁদটা এড়াও,
ছন্দের কৌশলী মেকআপে আটকে গেলে
কবিতার মনটাকে খুঁজবে কিভাবে?


যুক্তিবিহীন কিছু প্রেম নিয়ে বাঁচো,
মন জ্বালিও না ভুল পংক্তি হিসাবে...


আর্যতীর্থ