। কুমীরছানা।


ভুল হচ্ছে কোথাও একটা, মস্ত ভুল।
রোজের খবরে একটি বা দুটি নাম, কাশ্মীরে আজ শহীদ হলেন ফের..
তারপর ফটো এক তরতাজা যুবকের
দৃঢ় চোয়ালের দৃপ্ত মাঝবয়েসী পুরুষের,
চোখে ক্লান্তি লেগে থাকা প্রায় অবসরী প্রৌঢ়ের,
যাদের দেহকে যথাবিহিত রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।
বসার ঘরে টিভি দেখার ফাঁকে আমরা পড়শীকে গালি পাড়ি,
তারা যে কতটা বদের ধাড়ি , তার প্রমাণ রোজের খবরে।
ওদেরও বেশ কয়েকটাকে কবরে পাঠানো গেছে,
সেই নিশ্চিন্ততাতে জীবনকে মুড়ে ফেলে চ্যানেল সফরে যাই,
অনন্ত শাউড়ি-বৌ, রিয়েলিটি নাটক বা ক্রিকেটের রঞ্জকে সময় রাঙাই।
কিন্তু, এখন তো কোথাও যুদ্ধ চলছে না।
তবে কেন আমার মাটিতে , আমারই সীমান্তে নিয়মিত নিহত হয় এত সেনা?
তুমি বলতে পারো তর্কের খাতিরে, ওরকম ঘটে থাকে প্রায়ই কাশ্মীরে।
সেটাই তো প্রধান জিজ্ঞাস্য,  এমন সেখানে ঘটবে কেন?
' কাশ্মীর আলাদা হতে চায়'  সেটা কি সত্যি , নাকি লোকদেখানো?
সত্যি যদি আমার দেশ সেখানে দখলদার,
তাহলে উপর্যুপরি ঢিল খেয়ে বারবার, কেন সেনা সেখানে এত সংযত?
এটা যদি আজ ধরো তিব্বত হতো, নিশ্চিত ঢিল পেতো বুলেট জবাব,
বুক পেতে মার নিয়ে গালাগাল খাবে, দখলদারের সাথে মেলে না স্বভাব।
তা হলে কি গণ্ডগোলটা অন্য কোথাও? অশান্তিকে জিইয়ে রাখা হাতে,
যাতে যাবতীয় সমস্যাদের পারে এটা মুখ ঘোরাতে, অভিজ্ঞতায় জানা।
কাশ্মীর তাই জ্বলছে জ্বলুক, আমার সেনা রোজই মরুক,
রাজনীতিতে সবার প্রিয় এমন কুমীরছানা।


আর্যতীর্থ