। কুরুক্ষেত্র।
( মহাভারতের পূণ্যভূমি নয়, এ সেই কুরুক্ষেত্র যেখানে পনেরো বছরের কিশোরীটি নির্মমভাবে ধর্ষিত ও খুন হলো)


কিভাবে কলম লিখবে বলো তো প্রেমের নরম কথা?
যেরকম দেখি রোজের খবরে নরমে এখন বড় ভয় করে
আঁধার আজকে ছিনিয়ে নিয়েছে যাবতীয় সরলতা।


শিশু ধর্ষণ আজকাল যেন  জলভাত সবখানে;
তিন পাঁচ আট যে কোনো বয়েসে বিপদ রয়েছে পাশ ঘেঁষে বসে
ভারতবর্ষ শেখেনি এখনো ‘ বেটি বাঁচাও’য়ের মানে।


কিশোরী  বাইরে বেরোলে সে ঘর কাঁটা হয়ে বসে থাকে;
দোকানে বাজারে টিউশনে স্কুলে নেকড়েরা নিয়ে যেতে পারে তুলে
‘মজা’ লুটে নিয়ে দেহ ফেলে দেয় মজা কোনো ডোবা পাঁকে।


ডিজিটাল নয়, এদেশ এখন নারীর বধ্যভূমি ;
কিশোরী যুবতী বৃদ্ধাই হোক কাউকে ছাড়েনা খুনী ধর্ষক,
বিভীষিকা আজ প্রতিটা প্রদেশে, কোথায় পালাবে তুমি?


কখন কি ঘটে অঘটন সেই ভয়ে থাকি প্রত্যেকে।
ক্ষমতাবিহীন অসহায় ক্রোধে রোজ ক্ষত হয় মানবতাবোধে
অমানুষগুলো বেরিয়েছে কি কোনো নারীরই গর্ভ থেকে?


অবস্থা আজ এতটা করুণ, এত অসহায় লোক,
চিতায় ওঠেনি মৃত ধর্ষিতা দাবী করে দেয় তার ভাই পিতা
ক্ষতিপূরণের মূল্য চুকাতে চাকরীই দেওয়া হোক।


মোমবাতি আর দেখায় না পথ আঁধারে চলেছি হাতড়ে।
অক্ষম ক্ষোভ এক থেকে যায় জায়গারা শুধু নাম বদলায়,
নির্ভয়া হয় কখনো দিল্লী, কখনো কুরুক্ষেত্রে।


আর্যতীর্থ