। লক্ষ্মী।


লক্ষ্মী যদি  মুখ বুজে সও,
আত্মীয়দের তাবত খোঁটা
শ্বশুরবাড়ির শাসন শোষণ
গালির মুখে চামড়া মোটা,
সবার পরে খেতে বসা,
ভালো খাবার ‘ ওনার’ পাতে,
লক্ষ্মী মানে এই যদি হয়
আপোস করা নিজের সাথে,
তাই যদি হয় লক্ষ্মী মানে
চাকরী ছাড়া বিয়ের পরে,
খিড়কি থেকে সিংহদুয়ার
আঁতুড় থেকে রান্নাঘরে,
নিজেই নিজের দুচোখ মোছা
আদর ভেবে বাপের বাড়ির
লক্ষ্মী মানে এমন যদি
বরের অধীন তোমার শরীর,
ফোঁস করা তো দূরের কথা,
ফিস করলেও প্রশ্ন জাগে,
লক্ষ্মী যদি মৌন থাকা
আঁচলঢাকা মারের দাগে,
এমন করে না মানলে সব
তুমি যদি লক্ষ্মী নও,
বলবো তবে খুব চেঁচিয়ে,
অলক্ষ্মী হও , অলক্ষ্মী হও।


লক্ষ্মী যদি গুছিয়ে রাখা
মায়ের গয়না ,বাবার টাকা
অর্থনীতির প্রবল ঝড়ে,
বরকে টেনে আগলে রাখা
লক্ষ্মী যদি খেয়াল রাখা
বুড়োবুড়ির ওষুধপাতি,
অফিস ফিরে রান্না করা
দুজন মিলে সেদ্ধভাতই
লক্ষ্মী যদি বউ শাশুড়ির
যুগলবন্দি ভালোবাসায়
ঠাম্মা দেখেন নাতনী যখন
মা আর বাপি অফিস যায়,
লক্ষ্মী যদি বরকে দেওয়া
জমিয়ে টাকা সখের ঘড়ি
জোছনা এলে জানলা দিয়ে
বর বলে আজ আদর করি
লক্ষ্মী মানে এই যদি হয়
উপচে পড়ে সুখের ঘড়া,
পড়শী খোঁজেন এমন বধূ
ভরসা করেন আত্মীয়রা
কোনো ঘরের শিরদাঁড়াকে
সবাই যদি লক্ষ্মী ডাকে,
নিজে ভালো থাকতে জানে
সবাইকে যে ভালো রাখে,
বেদীতে বা মাটিতে নয়
পাশে থাকায় সম্মানীয়,
তাকে যদি লক্ষ্মী বলো,
লক্ষ্মী হয়ো, লক্ষ্মী হয়ো।


আর্যতীর্থ