। লাশের রঙ।


মানুষ মরে না দেখি আর এই দেশে,
গায়ে লেগে যায় ঠিক শিবিরের ছাপ
শহীদ আর টেররিস্ট একই দেহে মেশে
রঙ দেখে কারো সুখ, কারো সন্তাপ।


হাঁ করা মুখে বসা মাছিদের আগে
তৎপর পতাকারা দাবী করে বসে
মৃত্যুতে কম হলো কার ভোটভাগে
হিসেবী সাংবাদিক সে অংক কষে।


খানিক আগেই মেলা গলাপচা লাশ
তার বাড়ি পৌঁছেছে ক্যামেরার চোখ
ব্রেকিংনিউজ নেয় মৃতের সুবাস,
টি আর পি বাড়াবেই লুপ করা শোক।


লাশেরও ঘর ছিলো , ছিলো সংসার
ঘাম ছিলো, নাম ছিলো,রিপু ও আবেগ
সব কিছু জলে দিয়ে শুধু সে ভোটার,
রাজনীতি আকাশের জল্পনামেঘ।


ঘরে যে এলোনা ফিরে রাজনীতি দোষে,
তার রঙ কি ছিলো জেনে নেই লাভ,
সকলেই দুধ দিয়ে কালসাপ পোষে,
ছোবল মারাই জেনো ভোটের স্বভাব।


রঙ বলো , ঢং বলো ব্রেকিং নিউজে,
কভারেজে যাবতীয় স্পনসর খুশ,
কোথাও একটা দিও তার মাঝে গুঁজে
তোমার আমার মতো মরেছে মানুষ।


আর্যতীর্থ