। মন্দবাসা।


আমাকে মন্দবেসে তুমি দূরে চলে গেলে
যাত্রাখোরাকে কিছু স্মৃতি বেঁধে দেবো।
বিনাকাজ কোনো এক আগামী বিকেলে
না চাইতে তবু এই ছুপকথা ভেবো।


ভালোবাসা শব্দটা বড় পরাধীন,
অন্যের দুইহাতে দিতে হয় সঁপে
খোদাই হয়েছে যত স্বপ্ন রঙীন,
মুহূর্তে যেতে পারে না-পাওয়ার খোপে।


তোমাকে যে ভালোবাসি সেটা তুমি জানো,
তার মানে এই নয় তোমারও সে দায়
দরকার  নেই কোনো ‘ভেবে দেখি’  ভানও
আগামীকে কে আর দেখেছে কোথায় ।


একই ঘটনার স্মৃতি হতে পারে ভিন্ন,
সুখ বিরক্তি নিজেদের মতো সাজে,
আমার কাছে যা সময়ের পদচিহ্ন
হয়তো তোমার কাঁটা হয়ে তাই বাজে।


তোমার কাছে যে প্রেমকে রেখেছি নামিয়ে
হয়তো সে রূপকথা সোনার কাঠিতে,
অথবা উড়ানে পক্ষীরাজকে থামিয়ে,
গল্প নামবে নিঃস্ব উষর মাটিতে।


মন্দবাসাই যদি দিয়ে যাও তোমার তরফে,
আমি তবু এই খালি নীড়ে থেকে যাবো
স্মৃতি লিখে দেবো দূর থেকে চেনা হরফে,
কোনোদিন যদি ফিরবার কথা ভাবো।


আর্যতীর্থ