। মানুষ।


পায়ের নিচে দলতে পারো ধুলোর মতন,
ফেলতে পারো আমায় ছুঁড়ে আস্তাকুঁড়ে
পারবে কি আর তবু আমায় করতে খতম,
ধুলো ঝেড়ে আবার আমি আসবো ঘুরে।


বলতে পারো ভিখিরি তোর সব কেড়েছি
অস্ত্র ছাড়া করবি লড়াই কেমন করে?
দুচারখানা দানে আমি নয় হেরেছি
এই দেখোনা উঠে দাঁড়াই মনের জোরে।


বলতে পারো জাত ধর্মের তুলে ধুয়ো
দুয়ো দিয়ে লিখতে পারো জন্মহেরো,
পারো যদি সেসব দিয়ে আমায় ছুঁয়ো
আমার কি আর শুনলে চলে সাত সতেরো?


আমি আজও গালি খেয়ে উঠে দাঁড়াই ,
ক্লান্ত দুহাত করতে লড়াই আবার মুঠো,
লড়তে রাজী সমর্থকের ভরসা ছাড়াই,
পরতে রাজী কাঁটায় বোনা রাজমুকুটও।


‘ উঠতে হবে’ এটাই জীবনমন্ত্র আমার
উঠতে হবে, বাতিল হলেও সবার কাছে
মাটির থেকে জায়গা তো নেই নিচে নামার,
শিকড় ছড়াই, বাঁচতে শিখি গাছের ধাঁচে।


জানি তুমি আমার এমন লড়ায় না-খুশ,
এমন নাছোড় যোদ্ধা কে আর ভালোবাসে
লড়াই করার আরেকটা নাম বোধহয় মানুষ
ঘা খেয়ে সে নতুন করে উঠে আসে।


আর্যতীর্থ