।মানুষের কথা।


মানুষের কথা আমি বলতে শুনেছি রোজ বহু লোককে।
নেতা, অভিনেতা, সংবাদমাধ্যমের নানা হোমড়া চোমড়া,
সেলেব সমাজসেবী, পয়সার এভারেস্টে চড়া আমীর ওমরাহ্ ,
সকলেই নাকি পৃথিবীর তাবত মানুষের দুঃখমোচনের পক্ষে!


তবু রোজ খবরের কালো হরফগুলো কুঁকড়ে থাকে বালিকার ধর্ষণে,
বিষে মরা ঋণখেলাপী চাষীর শেষ দীর্ঘশ্বাসে কিছু আশা নিভে যায় ,
শিক্ষিত বেকারের শিরদাঁড়া নুয়ে পড়ে অশিক্ষিতের কাছে কাজ ভিক্ষায়,
নানান ঘোটালা করে নামী উকিলের বলে নেতাদের দিন যায়
সুখী আলাপনে।


মানুষের কথা বলে যে ফানুস রোজ যায় বাতাসে মিলিয়ে,
রোজ তার রঙ বদলায় , রঙ্গনাটিকা সব এক থেকে যায়।
আমরা রয়েছি বেশ, অভ্যেস হয়ে গেছে এইসব সয়ে নিতে রোজের বাঁচায়,
কত জ্ঞানদাতা যান দিনবদলের ভানে আখের গুছিয়ে নেওয়া গল্প বিলিয়ে।


মানুষের কাজ করে , এমন লোককে যদি চিনে থাকো কেউ,
তাহলে হয়তো জানো, সেই সব স্থির জলে, ওঠে না কখনো ছেঁদো প্রচারের ঢেউ।


আর্যতীর্থ