।   মাতৃদিবস।


মায়ের দিনে তোমায় আমি কি দেবো মা?
জন্ম নিয়েই মধ্যরাতের ঘুম কেড়েছি
তখন থেকে তোমার থেকে নিচ্ছি শুধু
তোমার কাঁধে দায় ঠেকিয়ে হাঁফ ছেড়েছি।
যত্ন দিলে,  সময় দিলে, ভরসা দিলে
এত কিছু পাচ্ছি সেটা ভাবিওনি তো
মাগনা পেলে কেই বা অত কেয়ার করে
মায়ের আদর চিরকালীন উপেক্ষিত।
একটু বড় হতেই লাগতো বিরক্তিকর
কড়া গলায় শুধু বলা ' পড়তে বোসো'
বাড়ি ফিরতে দেরী হলে ধমক দিতে
নজর থেকে বাদ যেতো না একটা দোষও।
যাই বলো মা, বড্ড তোমার বাড়াবাড়ি
বন্ধুরা কে,  কোথায় থাকে জানতে হবে
সিগারেটের পরে চিবাই পেয়ারাপাতা
তবুও সেটা ঠিক বুঝতে অনুভবে।
সত্যি বলছি, রাগ হতো খুব তোমার ওপর
গণ্ডী টেনে দিয়েছিলে নানান কাজে
আমিও যে তোমার জীবনগণ্ডী ছিলাম
রাগের চোটে সে সব নজর আসতো না যে।
এখন তো মা,  আমি বড়,  তুমি বুড়ি
রোজ ভুলে যাও চশমা কোথায় রাখলে খুলে
আমার প্রিয় খাবার কিছু রান্না হলে
মনে করে সেটা তো ঠিক রাখো তুলে।
মায়ের দিনে তোমায় আমি কি দেবো মা?
এই প্রজন্ম এসব নিয়ে মাথা ঘামায়
আমি শুধু একটু তোমার কোলে শোবো
সারা জীবন তুমিই তো সব দিলে আমায়।


আর্যতীর্থ