। ময়ূর কাঁদে।


ময়ূর নিয়ে খেউর করে গলা ফাটায় দুর্জনে
নির্জনে সে পেখম মেলে নাচ দেখাতো দূর বনে
আজকে তাকে ভিড়ের মাঝে হঠাৎ টেনে আনলো কে
ব্যাপার দেখে ঘাবড়ে গিয়ে জল এসে যায় তার চোখে।


ময়ূর কাঁদে , তাই বলে তার আদর করার ইচ্ছে না,
কাঁদছে কারণ আসল কাজে নজর যে কেউ দিচ্ছে না।
শিক্ষা গেছে ধর্মঘটে, চাকরি বাজার গড়ের মাঠ,
গবাদিদের বিক্রিবাটায় ধর্ম খোঁজে সব আকাট।


উনসত্তর পার করে দেশ নাচার পায়ে খুঁড়িয়ে চলে
ভোটপাখিরা তৈল ঢালেন ধর্মজাতের খুড়োর কলে।
ISRO ছাড়েন উপগ্রহ, আমরা তখন খুব লাফাই
গোরক্ষকের তম্বিতে আজ সে উন্নয়ন ফর্দাফাঁই।


পেটের ভাতের ঠিকানা নেই ধর্ম নিয়ে ঝগড়া চলে
নেতারা সব ধনকুবের মরছে চাষী ফলিডলে।
ময়ূরী মা হয় কিভাবে জানেন সেটা সর্বলোকে,
কাঁদছে ময়ূর, নিজের পায়ে কুড়ুল মারা দেশের শোকে।


আর্যতীর্থ