। মিঠে কথা।


শব্দ বড় খরখরে আজ, মৃদং মাদল খোল পাখোয়াজ,
তাদের মতো মিঠে আওয়াজ বেরোয় না আর।
বেরোয় না আর বাঁশির সে সুর, ঝুমক ঝুমক রাধার নুপূর, সে কোন সুদূর দেশে গেছে পালিয়ে চলে।
পালিয়ে গেছে বাধ্য হয়ে, অনেক শরম কিছু ভয়ে, বাচন থেকে যাচ্ছে ক্ষয়ে মাধূর্য আর সব আড়ালই,
সব আড়ালই ব্রাত্য এখন, যুগের দাবী এটাই যখন, তখন কি হয় মন উচাটন মিষ্টি করে বলতে কথা?
বলতে কথা তেমন ভাবে, ধান্দা বিনা মন গলাবে, মনের ভেতর কলকলাবে আনন্দতান কথায় ভিজে?
ভিজে কথার এখন ছুটি, কথা যেন জল বিছুটি, তেড়েফুঁড়ে সবাই উঠি বদমেজাজে দারুণ তেজে।
দারুণ তেজের কটু কথা, সেটাই এখন চালু প্রথা ,মিঠেকথার মরাসোঁতা যায়না দেখা,
যায়না দেখা পদ্য গানে, বাস্তবিককে ছোঁয়ার ভানে, খিস্তি খেউড় টেনে আনে ছন্দে সুরে,
ছন্দে সুরেও ঢাকা কি যায়, কাকের মতন কেবল চেঁচায়,ঝগড়া এবং গান কবিতায় ফারাক কোথায়?
ফারাক কোথায় হলো জিভে, এখন ভেবে কি আর হবে, ভুগছে এযুগ খুব অভাবে মিঠে কথার,
মিঠে কথার ঝর্ণাগুলো, কোন মরুতে যে হারালো, কানেতে তাই গুঁজে তুলো বাঁচো এবার।


আর্যতীর্থ