।মৃত।


রক্তে ভেজা ব্যালটপেপার, কোন দলেতে ছাপ?
কাকে দেবে এই আঠারো মৃত্যু আনার পাপ?
যার কবরে পড়লো মাটি, যার চিতা জ্বলছে,
জেনে গেছে তারা সবাই ভোটখেলা চলছে।


বুথের মধ্যে বোমপিস্তল, বুথের বাইরে কে?
দুচারখানা ভোটারছানা ভোটতে এসেছে।
যা উড়ে যা বুলেট আমার, হাওয়ার আগে ছোট,
স্বস্ত্যয়ণে স্বস্তি দেবে শান্তিপূর্ণ ভোট।


কারা চেঁচায় ত্রাহি ত্রাহি , ডাকছেটা কে পুলিশ,
ভোটের দিনে রংবাজি সব, বাকি আব্বুলিস।
ফাঁকা বুথে ছাপ্পা পড়ে, বাইরে হুড়ুমতাল,
আসছে কুমীর মস্ত বড় নিজেই কেটে খাল।


গোল্লাতে যে গেছে এ দেশ, অনেকদিনই জানা,
ডেমক্রেসির ‘ মক’ রয়েছে, হাপিস বাকিখানা।
জেতা ভোটে তবু এত বলি কেন পথে?
রক্ত বুঝি চাকাতে তেল ভোটের বিজয়রথে?


যার গিয়েছে তার গিয়েছে , কান্নাভেজা স্মৃতি,
মুখ খুলোনা, জ্যান্ত আছে মরে যাওয়ার ভীতি।
জয়ের মালা ঝুলবে যখন ভোটবাবুদের গলায়,
আঠারো লাশ লুটিয়ে দিও তাঁদের পায়ের তলায়।


এবার তুমি কি লিখবে আর বলতে পারো শঙ্খ?
তোমার কাছে অবোধ্য এ ভোটের লাশের অংক।
ছাপ্পা ভোটের হরির লুটে দেখায় ভোটের যন্ত্র
মুক্ত হতে হতে এখন  মৃতই গণতন্ত্র।


আর্যতীর্থ