। মুহূর্তরা।


প্রতিটি মুহূর্ত কিছু এপিটাফ লেখে।
বেঁচে থাকা মানুষের মরে যাওয়া শেখে,
শোক দুঃখ লজ্জায়, অমানী উপহাসে,
ক্রমশ শিকড় নেওয়া আত্মঅবিশ্বাসে,
প্রতিটি মুহূর্ত কারোর মরতে চাওয়া যন্ত্রণা দেখে।


প্রতি লহমায় থাকে আশাদের ঘ্রাণ,
উষরের মাঝখানে ফুলের গন্ধ নিয়ে আসে উদ্যান।
শূন্য পূর্ণ হয় আশাতীত দানে,
পূর্ণ শূন্য হয়ে কারো সুখ আনে
মুহূর্তে মালা দিয়ে জীবন শুনিয়ে যায় বাঁচবার গান।


প্রতিটি মুহূর্তে কিছু বিশ্বাস মরে।
সন্ত্রাস ধীরে ধীরে দুমরানো মন খুঁজে তার ভিত গড়ে।
কিছু পথ ঢেকে যায় নিরালা আঁধারে,
ভয় ক্রমে দৈর্ঘ্য ও  প্রস্থেতে বাড়ে,
মানুষী সংজ্ঞা থেকে বিভিন্ন অজুহাতে কারো মন সরে।


প্রতি অনুক্ষণে কিছু আলো জেগে থাকে।
দিশাহীন পথিকের নিশাদের কালো চিরে স্বপ্নকে ডাকে।
সময় উড়ান নিয়ে আসে পাখসাটে,
খোলো বলে ঘা মারে বন্ধ কপাটে,
উত্তরণের বাঁকে কোন দিকে যেতে হবে নির্দেশ আঁকে।


প্রতিটি মুহূর্ত আনে ছায়া আর আলো,
কোনদিকে যাবে তুমি দেখে নেওয়া ভালো।


আর্যতীর্থ