।নাক।


শুঁকছি হাওয়া , শুঁকছি হাওয়া, তোমার গন্ধ যাচ্ছে পাওয়া,
আবিষ্ট হই, নিবিষ্ট হই, তোমার নেশায় আকাশ ছাওয়া,
তোমার সুবাস মানেই জানি বসন্তকাল ধরতে পাওয়া।


দিন কেটে যায় বারুদ শুঁকে, সন্দেহরা সকাল সন্ধে গন্ধ ছড়ায়
রক্তে কাদের ভিজছে মাটি, কারা যেন ভালো থাকার আশা পোড়ায়,
আতরমাখা রুমাল চাপি, ব্যর্থতাদের বিষাদ তবু উপচে পড়ে দোরের গোড়ায়।


বাতাস শুঁকছে গুপ্তচরও, কোথায় কোথায় গন্ধ জড়ো রাজদ্রোহের,
কোথায় লোকে ফেলছে বুঝে, ধুপ জ্বলেছে দুর্গন্ধ ঢাকতে যতেক ধর্মমোহের,
কোথায় কোথায় ভোটের প্রতি অভক্তিতে, সুগন্ধীতে হয় না পুজো সে বিগ্রহের।


এমনতর দ্রোহকালে, আজ সকালে এই কপালে তোমার সুবাস,
আহা ক'যুগ পরে, এ বুক ভরে, স্বপ্ন নিলো প্রাণপণে শ্বাস,
বসন্তদিন আসন্ন তাই তোমার কথাই বলছে বাতাস।


আর্যতীর্থ