। নহ শুধু মাতা।


ধরে নাও দেশকে আমি মা বলিনা দেশই বলি
ভালোবাসা কম হয়ে যায় তার ফলে কি?
তোমার জানা রাস্তা দিয়ে নাই বা চলি
দেশদ্রোহীর তকমা দেবে তাই বলে কি?


আমার কাছে দেশ মানে নয়  দেবীমাতা
দেশ বলতে চেনা মাটি, জন্ম কর্ম গোরস্তানে
এ দেশ আমার সাতপুরুষের অন্নদাতা
নিজের মত বেঁচে যাওয়ার সবটুকু এইখানে।


মা ছাড়া কি অন্য কিছু যায়না ভাবা দেশটাকে?
এ মাটি আমার শিকড় ,স্বভাবতই খুব আপন
খামোখা এক ঠুনকো কথায় এত কেন দ্বেষ জাগে?
দেশপ্রেমের আসল মানে দেশের জন্য জীবনযাপন।


দেশকে তুমি মা ভেবেছো, সে ভাবনাকে সেলাম জানাই
আমার ভালোবাসাটাকেও একটুখানি বুঝো তুমি
ভাবনা সবার একই হবে এমনটা কে বলেছে ছাই
তোমার মত আমারও যে সবার ওপর জন্মভূমি।


আর্যতীর্থ