। নতুন পাখি।
( আমার এক শ্রদ্ধেয় দাদা সদ্য দাদু হয়েছেন।ফুটফুটে নাতনী। লেখাটা তাঁর জন্য।)


আজকে তোকে কোলে নিলাম মেয়ে!
ছোট্টমতন পুঁটলিপানা, ফুলপরী এক বিনা ডানা
উড়ে এসে জুড়ে বসা, দামী সবার চেয়ে।
আজকে যখন উঠলি কেঁদে কোলে,
দুলিয়ে দিলাম আমার হাতে, ওমা দেখি সেই দোলাতে
চক্ষু বুজে আরাম করে পড়লি ঘুমে ঢলে।
আশ মেটেনা ছোট্ট পরী, মাথায় চুমু খেয়ে,
আজকে তোকে কোলে নিলাম মেয়ে।


আয় না তোকে গল্প বলি মেয়ে!
গল্প তো নয়, সত্যি পুরো, আমরা তো আজ বুড়ি বুড়ো,
এখন থেকে কাটাবি দিন যাদের আদর পেয়ে ।
আমরা যখন ছোটো ছিলাম তোর বাবা মা'র মতো,
তোর মামণি উঠতো কোলে, সমস্তদিন ওর দখলে,
সেই পরীটার দুষ্টুমি সব স্মৃতিতে শাশ্বত।
তোকে দেখে উঠছে তারা নতুন করে গেয়ে,
বিশদ করে আয় না সেসব গল্প বলি মেয়ে।


সারা জীবন থাকিস ভালো মেয়ে!
সব্বাইকার আদর কেড়ে,ফুলের মতন উঠিস বেড়ে,
আনন্দ থাক আকাশ হয়ে সারাজীবন ছেয়ে।
নতুন পাখি, আয় শুনে যা নতুন ভোরের ডাক,
বিপদ যদি সামনে আসে তোর, ডানায় থাকুক ঝাপট মারার জোর,
ইচ্ছেডানায় সারাজীবন ওড়ার ভরসা থাক,
আকাশ ছুঁতে পারিস যেন মেঘের সিঁড়ি বেয়ে।
সারাজীবন ভালো থাকিস মেয়ে।


আর্যতীর্থ