। নেতা।


সহস্র ভুল হচ্ছে দেশে, বাধ্য হয়েই দেখছি বসে,
আমজনতার বেশীর ভাগই অর্ধাহারে বা উপোসে।
এমন করে যায় কি নেওয়া দেশকে টেনে উন্নয়নে,
সবকিছু ভুল শুধরে নেবো , জিতি খালি নির্বাচনে।
এই দেশটার ঠিক কি লাগে আমি ছাড়া বুঝবে কে তা!
( ঠিক এ সময় চামচা চেঁচান, ‘ আমার নেতা , দেশের নেতা!)


নির্বাচনে এই জিতেছি , সদ্য ধরি দেশের হাল,
কোথা থেকে করবো শুরু, করতে সাফাই এই গোয়াল?
আগের দলের গলদকালির দাগ ছড়িয়ে চারদিকে,
চামচা ওহে, প্রচার চালাও, কামান দাগো তার দিকে।
আমার ইমেজ ঠিক যেন হয় দয়া করে দেখো সেটা,
( যথারীতি চামচা চেঁচান ‘ আমার নেতাই আসল নেতা!)


শাসনকালের মাঝামাঝি, খোয়াবনামায় আঁচড় পড়ে,
যেমন সরল হিসেব ছিলো , এগোয় না দেশ তেমন করে।
আমার নীতির ফাটলগুলো স্পষ্ট এবার যাচ্ছে দেখা,
বিরোধীরা আমার কথাই ফিরিয়ে দিয়ে দিচ্ছে ছ্যাঁকা।
উন্নয়নের স্বপ্নে চোনা ভোটার ধরার আদিখ্যেতা,
( চামচা তবু জোরসে চেঁচান, ঠিক করেছেন আমার নেতা!)


পরেরবারের নির্বাচনে বিরোধী দল হুহুঙ্কারেন,
আমার পথের গলদ কোথায়, দেখিয়ে বুড়ো আঙুল নাড়েন।
আমিও বুঝি, আমার স্বদেশ আটকে আছে চোরবালিতে,
স্রোতের দিকে মন ঢালিনি অতীত ঘাঁটার ফিরিস্তিতে।
নির্বাচনের ইস্তেহারে অবশ্য আর বলবো কি তা,
( চামচারা ঠিক চেঁচিয়ে যাবেন, বেঁচে থাকুন আমার নেতা)।


এমন করেই রঙবেরঙের তাবত নেতা দুলতে থাকি,
বিরোধীদের ভুল ধরে যাই, আসল কাজের সময় ফাঁকি।


আর্যতীর্থ