। নির্বিকার।


ফোঁটা ফোঁটা করে মুহূর্ত পুড়ে বছরের মোমবাতি শেষ হয়ে এলো  ক্রমে।
শেষ হওয়া সলতেতে নতুন বছর এসে আবার জ্বালবে শিখা  কালের নিয়মে।
বিষাদ ও উল্লাস, অর্থহীন তর্ক আর শর্তাধীন বন্ধনের নানান কাহিনী,
স্মৃতির আলমারিতে তুলে রেখে দিয়ে নতুন আঙ্গিকে নির্লিপ্ত জীবন হবে পুনঃপ্রবাহিনী,
যেমন বয়েছে সে আবহমান কাল ,মানবিক পরিসংখ্যানকে তাচ্ছিল্য করে,
আমরা ভাবতে থাকি ক্ষয়ক্ষতি লেনদেন, দেনা ও পাওনা লিখি হিসেবী আখরে।


আর্যতীর্থ