। পাগল।


পাগল বলে ভাবছি যাকে তার চোখে কি সুস্থ আমি?
সবাই ভাবে তার ধারণাই এই দুনিয়ায় মস্ত দামী।
ভাবনাগুলোয় অমিল হলে মন পড়ে যায় দোলাচলে
আলাদা হয় সবার কাছে কোনটা ঠিক আর কি পাগলামি।


কোন দেওয়ালের ওপার গেলে তবেই তাকে বলবে খ্যাপা,
সেসব ব্যাপার খেয়াল রাখা স্বভাবতই দারুন হ্যাপা।
যতই নাচি তাধিনধিনা আমার উঠোন সোজা কিনা
হয়তো সেটার বিচার করে আজন্মকাল যার ব্যাঁকা পা।


একলা থাকার মানে ছিলো যাচ্ছে সে লোক ডিপ্রেশনে,
এখন দেখো সবাই কেমন একলা বাঁচি নিজের ফোনে।
ফোনেই যত সিনেমা গান স্ক্রিনপানে চোখ হেডফোনে কান
হতেও পারে পাগল বলেই খেলছি যে যার আপনমনে।


তোমার আমার সুর মেলে না, গায়কীতেও বেবাক ফারাক,
চাইনা মোটেই একের ছায়া আরেকজনের উঠোন মাড়াক।
যে যার  বাজাই প্রচারমাদল সুস্থ আমি ওটাই পাগল
আসল কথা, চাইছি লোকে আমার নামেই নিশান নাড়াক।


কাউকে পাগল মনে হলে বলার আগে দেখো ভেবে,
কার্যকলাপ সব মানুষের যায় না ফেলা এক হিসেবে।
আমার চোখে তোমায় দেখি অবস্থা হায় তোমার একই
সুস্থ এবং পাগল যে কে কোন পাগলে খবর নেবে?


আর্যতীর্থ