। আগুনপাখি।


হৃদয় পুড়ে খাক হয়েছে মেঘ হয়ে যাও
দোহাই তোমার, আকাশ জুড়ে বৃষ্টি নামাও।
আর কতকাল মন জ্বালাবে আগুনপাখি?
ইচ্ছে করে বৃষ্টি বলে তোমায় ডাকি।


সাধ করে আজ বুক পেতে নিই দহনজ্বালা
বিনজবাবে মন চিরেছো ফালা ফালা।
দেখছো না কি আগুনপাখি, হৃদয় পোড়ে?
ঠাণ্ডা বাতাস দাও না আমায় আদর করে।


না যদি দাও, পুড়ুক তবে, ছাই হয়ে যাক
চিতার শেষে শ্মশানটুকুই থাক পড়ে থাক।
ব্যর্থপ্রেমের আবর্জনা জ্বলাই ভালো
আগুনপাখি,  পোড়াও আমায়, আগুন জ্বালো।


চাইছো যদি ছাইয়ের থেকে সবুজ আবার,
আগুন, তোমার সময় তবে বৃষ্টি  হবার।
সিঞ্চনে তার নিভিয়ে আগুন শস্য আনো
আগুনপাখি, কি করবে তা তুমিই জানো।


আর্যতীর্থ