। ব্রেন ড্রেন।


আলুক ঝালুক শাপলা শালুক পদ্মদীঘি ভরে
শালুকঢাকা জলে কমল ফুটবে কেমন করে?
কমলগুলি কোমল বড় রা কাড়ে না চড়ে
তালুক জুড়ে  মগের মুলুক শালুক শুধু বাড়ে।
শালুকগুলো  ভীষন চালাক ছদ্মবেশে থাকে
শাপলাগুলো ঘাপলা করে পদ্ম বলে তাকে।
একটি দুটি কমল যদি লুকিয়ে ফোটে জলে
শালুকগুলো জটলা করে ঘাপটি মারে তলে।
কমলগুলো ভুলেই গেছে দীঘিটা কার ছিলো
ভাবছে শালুক দয়া করে জায়গা তাকে দিলো।
শালুক এখন দীঘির রাজা শাপলারা গায় জয়
কমল যে সব ফুটছে তারা শালুককে পায় ভয়।
এই দীঘিতে এখন যেসব কমলরা জন্মায়
পাল্টে গিয়ে তারাও এখন শালুক হতে চায়।
চালাক শালুক যতই চালুক পদ্ম মারার চাল
কমলগুলি তুলছে মাথা সরিয়ে কাঁটাজাল।
দীঘির পাড়ে মালী ঘোরে সকালবিকেল রোজ
কোথায় কটা পদ্ম বাড়ে ঠিক রাখে তার খোঁজ।
শালুকগুলো শুলুক করে লুকায়  কমলফুলে
ঈগল চোখে মালী তবু কমলটি নেয় তুলে।
মালীর আছে বিশাল দীঘি অনেক হাওয়াআলো
মালীর দীঘি জুড়ে কেমন কমল ঝলমলালো।
পদ্মদীঘির কমলগুলি বাড়ছে মালীর তালুকে
পদ্মদীঘি আজও ভরা শাপলা এবং শালুকে।
আর্যতীর্থ