। বক্সার।
ভাবছো ঘুরে দাঁড়ানো যাবে কিনা আবার?
জীবন  মোক্ষম প্যাঁচে করেছে চিৎপাত
লড়েছো তো প্রাণপন, আখের গোছাতে
এবারে মেনে নেওয়া যাক কিস্তিমাত।


ভেবে দেখলে, পড়ে থাকার সুবিধা অনেক
সহানুভুতিরা সব আসে একে একে
চুপচাপ শুনে নেওয়া এক থেকে দশ
জনতার ধিক শোনা চোখ বন্ধ রেখে।


তারপর একা একা খাঁ খাঁ ড্রেসিংরুম
নিজেকে বোঝানো নিজে, নানা যুক্তিতে
ভাগ্য বিরূপ অথবা কঠিন প্রতিপক্ষ
ক্ষতি কি জীবনে কিছু হার মেনে নিতে?


রাখো তোমার ছেদো কথা, দাঁড়াও উঠে
টলতে টলতে ওঠো শেষটুকু নিংড়ে দিয়ে
গ্লাভস ঠিক করে নিয়ে তাকাও কঠিন চোখে
প্রতিপক্ষের দিকে, হাতে ঘাম মুছে নিয়ে।


হেরে  থাকা লোকের অভাব নেই দুনিয়াতে
বস্তুতঃ পৃথিবীতে তাদের সংখ্যাই বেশী
আবার কেন দেবে ধুনো সেই জনসংখ্যাতে
নিংড়িয়ে নাও ঘাম রক্ত, ক্লান্ত মাংসপেশী।


বেঁচে তো আর বেরোবে না জীবন থেকে,
লড়াইটা চালিয়ে যাও যতক্ষন না ঘন্টি বাজে
আপারকাটটা সপাট মুখে জমিয়ে দিয়ে
রিংএর থেকে বেরিয়ে যেও লড়াইসাজে।
আর্যতীর্থ