। আজগুবি প্রেম।
বল না রে মেয়ে অমন করে দেখলি কেন আমার দিকে ডাগর চোখে?
জানিসই তো আমায় নিয়ে মন্দ কত বলে লোকে।
বলুক ওরা,মুখ আছে তো, বকেই যাবে,
ক জন নাহয় মুখ ফিরাবে,
তাই বলে কি রাখব না চোখ,
বাঁকা কথা  বলুক না লোক,
আমার হৃদয় জামিন রাখি তোর দুহাতে গ্রেফতারিতে...
সওয়ালটা বেশ জোরেই করিস যাবজ্জীবন সাজা দিতে।
হিসাব কষে হৃদয় দেওয়া সেটাই এখন চলতি ফ্যাসন
বুদ্ধিমানে প্রেমের সাথে বুদ্ধি করেই লাভটা মেশান।
কিন্তু আমার আজগুবি প্রেম, রিমেক তো নয় ডাবিং করা,
পুরোনো ছাঁচ জলাঞ্জলি,  মনের থেকে মুর্তি গড়া।
এই তো নিলাম হিসাবখাতা,
আঁক কেটেছি সারা পাতা, সেসবও ভুল।
মন জুড়ে তোর পিঠ ছাওয়া  চুল
রাতের মত গহীন কালো,
ওইখানে তো অনেক আগে,
লাগামছাড়া অনুরাগে আমার হৃদয় পথ হারালো
ও মেয়ে তোর বাঁকা ভুরু, ঠোঁটে হাল্কা হাসির রেখা,
দিনদুপুরে খুন করে যায়, শরীর জুড়ে পদ্য লেখা।
পারলে পরে যা পালিয়ে, আমার থেকে অনেক দূরে
বিরহে তোর আগুন আঁচে যাকনা আমার বুকটা পুড়ে।
সেই আগুনের বহ্ণিশিখা, আমার,  শুধু আমার থাকুক,
হিসাববিহীন ভালবাসায় আজগুবিকে বাঁচিয়ে রাখুক।
চলতি হাওয়ার পন্থী হয়ে বাকি সবাই যাক ওদিকে
আমার হাঁটা  উল্টো পথে, বলেই রাখি জনান্তিকে।
হিসাব টিসাব নেই সে পথে, পদে পদে ঠোকর খাবি,
আজগুবি প্রেম সামাল দিতে , বল না রে মেয়ে, সঙ্গে যাবি?


আর্যতীর্থ