এ বছর আট লক্ষ ছেলেমেয়ে ডাক্তারি প্রবেশিকায় বসেছে। এদের প্রায় অর্ধেক দ্বিতীয়বার। এই কবিতা সেই সব কচিকাঁচাদের জন্য।



           । মেডিকেল রিপিটার।


একটা বছর দাঁতে দাঁত চেপে বই খুঁড়ে লড়ে যাওয়া
একটা বছর সবকিছু দিয়ে স্বপ্ন ধরতে চাওয়া।
ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়েরা পড়েছে স্বপ্ন ইঁদুরকলে
একটা বছর কেমন কেটেছে বোঝা যাবে ফলাফলে।
স্বপ্ন দেখায় স্বপ্ন ছোঁয়ার কত না বিজ্ঞাপনে
একটা বছর লগ্নি করেছে লাগাতার টিউশনে
বাহবা শিক্ষা, বাঃ ডাক্তারি, এমনি পড়ার গুণ
স্বপ্ন দেখাতে মধ্যবিত্ত পকেট সাফ নিপুণ।


পেয়ে যদি যায়, কপালের ফেরে লিস্টিতে নাম ওঠে
বাজি রেখে পুরো একটা বছর সোনার হরিণ জোটে
তার পরে কি? আরো পড়ে যাও, মাথাটি তুলো না আর
ঠোঁটস্থ করো মুখস্থ করো,  সেটাই জীবনসার।
এমনি করেই কেটে যাবে জেনো যৌবন বারোআনা
জীবনে যে কিছু মজা ছিলো কোনো কখনো যাবে না জানা।
বাহবা শিক্ষা বাঃ ডাক্তারি  এমনি পড়ার গুণ
স্বপ্নটা যদি খুঁজে পেয়ে গেলে সব মজা হবে খুন।


না যদি পায়, ভাগ্যের দোষে,  শ্রমটাই ছাই পুড়ে
প্রতিবেশী  এসে তির্যকবাণী অনায়াসে দেবে ছুঁড়ে।
' সুখবর' এসে ঠিক ঢুকে যাবে কানের আগল ঠেলে
দারুণ রেজাল্ট কিভাবে করেছে পাশের পাড়ার ছেলে।
ভাবখানা যেন কুঁজোর কেন যে সাধ হলো চিৎ শুতে
হতাশা গিলবে প্রতিটা মিনিট,  বিদ্রুপ চায় ছুঁতে।
বাহবা শিক্ষা,  বাঃ ডাক্তারি,  এমনি পড়ার গুণ
স্বপ্ন ধরতে ফসকালে হাত কচি মুখগুলো চুন।


আর্য়তীর্থ