। বঙ্গজীবন ২০১৬।


পলাশীতে খাপ খুলো না শিবাজী হে দূর হটো
বঙ্গদেশের আইনকানুন বড্ড এখন খটোমটো
             ছাত্র টিচার ধরে প্যাঁদায়
             চোর ধরলে পুলিশ খেদায়
সব বিপদের বিপত্তারন সঠিক সময় গান্ধী ফটো
পলায়তি স জীবতি সেটাই সবার জীবন মটো।


পাশের বাড়ির তুতো দিদি হঠাৎ জানি আড়কাঠি
ডিনার সারার আগে কুমীর খুব কেঁদে নেয় একবাটি
         সানডে হো ইয়া মান ডে
         পয়সা গচ্ছামি চিটফান্ডে
প্রোমোটারের ফ্ল্যাটের লোভে নিলাম বাপের ভিটেমাটি
ব্যাংকে সুদে সব নিয়েছে, বাকি শুধু দাঁতের পাটি।


সব্জিপাতির বড্ড আকাল, আরও অভাব পয়সাটার
হাবু বাপি পাড়ার ছোঁড়াও সিন্ডিকেটের জোগানদার
                কেবল টিভির চর্ব্য চোষ্য
                বুড়ো  খুড়ো দুগ্ধপোষ্য
সকালবিকেল গিলছে বসে অষ্টপ্রহর জোগান তার
নানান ফ্ল্যাগে বেকার মিছিল হরেক রকম স্লোগান তার।


এই বাজারে ঘোলাজলে মাছ ধরে সব দুষ্টুলোক
সব নেতারই এক চাহিদা পাড়ার ক্লাবটা নিজের হোক
             হাসপাতালে শ্মশানঘাটে
             ধুঁকছে জীবন সস্তা খাটে
মদের নেশায় মরলে মানুষ পালন হবে রাষ্ট্রশোক
মুখ ফস্কে বেচাল কথায় শাসক দেখায় রক্তচোখ


শিবাজী হে, বঙ্গবাসী এমনি বাঁচে খাপছাড়া
এসব শিখেই হচ্ছে বড়ো সব বাঙালীর বাচ্চারা
       মদের দোকান অনেক পাবে
       মুদীর দোকান খুঁজতে হবে
চাকরি টাকরি অনেকদিনই  বঙ্গবাসীর হাতছাড়া
শান্তিটাকেও এখন দেখো করছি কেমন কাছছাড়া।


আর্যতীর্থ