।কালো বরণ মেয়ে।

ও কালো বরণ মেয়ে
তোর গহীন কালো চোখে
পথ হারাবো,  মন্দ যতই
বলুক নানা লোকে।
ও কালো বরণ মেয়ে
তোর নরম রাঙা ঠোঁটে
আমার মনের স্বপ্নগুলো
হরিণ হয়ে ছোটে।
ও কালো বরণ মেয়ে
তোর পিঠ ছাড়ানো চুলে
প্রেমের যত পদ্য ছিল
বেবাক গেলাম ভুলে।
ও কালো বরণ মেয়ে
তোর ছলাৎ করা বুকে
আদর করে বুঁদ হয়ে যাই
শরীর জোড়া সুখে।
ও কালো বরণ মেয়ে
তোর নষ্ট হল ভ্রুণ
বিয়ের কথা বললি যখন
হেসেই হলাম খুন।
ও কালো বরণ মেয়ে
তোকে দেখে সমাজ হাসে
গাঁয়ের বড় দীঘিতে তোর
নিথর শরীর ভাসে।
ও কালো বরণ মেয়ে
আজ করতে যাব বিয়ে
ফর্সা মেয়ে আনব ঘরে
টোপর মাথায় দিয়ে।

আর্যতীর্থ