। ইতিহাস।


ইতিহাস, কখনো কি কথা বলো আগামীর সাথে, যে আগামী একদিন ইতিহাস হবে?
ইতিহাস বুঝি শুধু লেখা থাকে   বিজয়ীর
আত্মম্ভরী জয়গৌরবে।
কখনো কি তুমি থামাতে চেয়েছো সে অমোঘ পতন,
উদ্ধত অহংকারে তোমাকে অস্বীকার করে বিজয়ী যখন
লিখে রাখে মিথ্যাকে ইতিহাস বলে, বিজিতের সব নথি ছিঁড়ে ফেলে দিয়ে?
পরাজিত চাপা পড়ে থাকে  চিরকাল, বিজয়ীর ছিনিমিনি ইতিহাস নিয়ে।
ধরো, হিটলার যদি হত জয়ী মিত্রশক্তিকে পর্যুদস্ত করে,
ধরে নাও দেশে দেশান্তরে  শুধু স্বস্তিকা ওড়ে
নাৎসি শাসনে বিশ্ব। তখনও কি অসউৎজ  দেখা দিত একই বিভৎসতায়?
বর্তাত  জার্মানির ওপর বিনাদোষে ইহুদিনিধনের দায়?
নাকি লেখা হত সভ্যতা বাঁচাতে কত দরকার ছিল গ্যাসচেম্বার
নিঃস্বার্থ নির্বিকার ভাবে  বড় উপকার করেছেন মহান ফ্যুহরার!
আজ যে স্কুলের শিশু ইতিহাসে পড়ে বীরগৌরবগাথা,
অজস্র বলিদানে বারবার রক্তাক্ত  হয়ে  এসেছে এদেশে স্বাধীনতা,
একই কথা ইংরেজ শিশুও কি পড়ে? নাকি তার ইতিহাসে অন্য কাহিনী?
যেখানে সুশাসক ব্রিটিশের সাথে লড়ে আইনের দুশমন ঠ্যাঙারেবাহিনী!
সত্যি কি ঘটে গেছে কালের প্রবাহে, সে খবর জেনো শুধু ইতিহাস জানে
কখনো কি কুহকের বেড়াজাল ভেঙে, সে খবর পৌঁছাবে আগামীর কানে?


আর্যতীর্থ