। রাক্ষস।


এই যে দেখি চারদিকে লোক, চলছে ফিরছে যাচ্ছে কাজে
সক্কলে কি মানুষ এরা, নাকি ছুপা মানুষসাজে
লুকিয়ে তো নেই দত্যি দানো?
সত্যি জানো?
সত্যি জানো সবার মনে রুটিন কাজের সাত সতেরো ভালবাসা, ঝগড়াঝাঁটির প্যাঁচপয়জার, নানান গেরো
থাকে নানান রকমফেরে?
জীবন ঘিরে?
জীবন ঘিরে সবার যদি দুঃখ সুখের বহতা নদী ঢেউয়ের সাথে ভাসায় ডোবায়, সংসারে মন নিরবধি,
কেন তবে?
রোজই হবে?
রোজই হবে ব্রেকিং নিউজ, ধম্মোলড়াই?
লাশের সারির সামনে চলে ভিডিওতে ধর্মবড়াই,
কপাল ফোঁড়ে কালাশনিকভ?
জমে মানুষের শব।
জমে মানুষের শব, উঠছে ভরে শ্মশান গোরস্তান,
পাঠানকোট বা পেশোয়ারে রক্ত দিয়ে স্নান।
যারা করছে তারা মানুষ নাকি?
সেটাই ভাবতে থাকি।
সেটাই ভাবতে থাকি সত্যি নাকি রূপকথারা তবে,
রাক্ষসেরা ভেক ধরেছে মানুষ ধরে খাবে।
ছড়িয়ে নানান দেশে।
আছে ছদ্মবেশে।
আছে ছদ্মবেশে মানুষ সেজে মহল্লাতে মিশে গিয়ে,
অফিসবাজার সবই করে ইস্কুলে যায় বাচ্চা নিয়ে।
থাকে চুপটি করে।
বোমা বাঁধে ঘরে।
বোমা বাঁধে ঘরে,  দেখলে মানুষ চুপিচুপি জিভ চাটে,
শান্ত ভালো মানুষ বলেই বোধহয় পরিচিতি তল্লাটে।
জীবন ঘটনাবিহীন।
হঠাৎ পাল্টায় দিন।
হঠাৎ পাল্টায় দিন ওপরওয়ালার ফরমান এসে গেছে
মানুষমাংস খেতে পাবে বলে রাক্ষস ওঠে নেচে।
হবে বোমা অভিযান।
আবার রক্ততে স্নান।
আবার রক্ততে স্নান, রাক্ষস নাচে পোড়া মাংসের গন্ধে
রূপকথা মেনে মানুষ সেজেছে সবাইকে রেখে ধন্দে।


আর্যতীর্থ