। মর্স কোড।

টক্কা টক্কা টরে টরে টক্কা....
শুনছো কি সংকেতে বলছি যা বেতারে?
মনের ওপার থেকে যে খবর দিচ্ছি
ডিকোড করতে সেটা পারবে কি এপারে?
চারদিকে কান খাড়া, খবরের জন্য
ভিড়ে মিশে আছে লোক পাকড়াও করতে
এর মাঝে চুপিসারে চিঠি লিখি তোমাকে
জানি তুমি পারবেই মর্স কোড পড়তে।
আশেপাশে চর ঘোরে, বাতাসটা শুঁকছে
টের পেলে হানা দেবে প্রেমঘাতী সৈনিক
তাই লিখি প্রেমচিঠি ক্রিপ্টিক মেসেজে
দরকার কোডনেম চেঞ্জ করা দৈনিক।
আজকাল শত্রুরা করে খুব চালাকি
আড়ি পেতে খুঁজে নেয় ফেসবুক টুইটার
তাই তো কায়দা করে ড্যাস ড্যাস ডটেতে
মর্স কোডে কষে যাই প্রেম প্যাঁচ পয়জার।
ফাঁক খুঁজে টুক করে দেখে নিই চারদিক
সংকেতে লিখে ফেলি হৃদয়ের আবদার
ভরসা রয়েছে এই কোড তুমি বুঝবে
সংকেতে একদিন আসবে জবাব তার।
এককালে প্রেম হতো আড়চোখ নজরে
আরও পরে চিরকুট বিনিময় গোপনে
চিরকাল শত্রুরা আড়ি পেতে চলেছে
প্রেমকে সমাধি দিতে সন্দেহবপনে।
এখন নজরদারি আরও হয় সহজে
মুঠোফোনে সবকথা জ্বলজ্বল করবেই
পাসওয়ার্ড জেনে নিয়ে আনলক করলে
গোপন প্রেমের কথা ঠিক ধরা পড়বেই।
আমি তাই লিখে যাই টরে টরে টক্কায়
ডট ড্যাস ডটেতে পাঠালাম এস ও এস
ঝট করে সংকেতে জবাবটা পাঠিও
নজর এড়াতে করি মর্স কোড শেষমেশ।

আর্যতীর্থ