।  আতংক।

পথঘাটে চাপা ভয় এই বুঝি কিছু হয়
ওই বুঝি বোম রাখা আছে,
কোথায় যে যাবে ফেটে চেনা তাল যাবে কেটে
সব লোকে ভয় পেয়ে বাঁচে।
খবরে নিত্য চোখ কোথায় কজন লোক
দুম করে মরে বোমা ফেটে
দিন কেটে হলে রাত কপালে ঠেকাই হাত
আরো এক দিন গেল কেটে।
সরকারও চিন্তায় বোমাটোমা বেঁধে গায়
কে কখন মলে এসে দাঁড়াবে,
রুখতে সে হানাদার তল্লাশি জোরদার
সাধ্য কি সে নজর এড়াবে?
ভালো কথা খুব এটা পুলিশ করছে যেটা
দেশজুড়ে অভিযান চলছে
হচ্ছে পর্দাফাঁস থমকেছে সন্ত্রাস  
সকলেই ভালো কথা বলছে।
একটু এগিয়ে ভাবি ছোট্ট একটা দাবি
আরো এক আতংক থামুক না
দেশের তাবড় নেতা আরও যত বড় মাথা
এ বিপদ আটকাতে নামুক না।
দেড় দুই লাখ করে ফি বছর লোক মরে
সন্ত্রাস  এর কাছে খেলনা
রোজের কাগজে পড়ে আতংক আরো বাড়ে
মানুষের প্রাণ এত ফেলনা!
যে যেখানে পথ চলি নিয়মটা কেন ভুলি
বাজি ধরা থাকে এই প্রাণটা
চড়ে বিনা হেলমেটে চলেছে বাতাস কেটে
ঢিমে গেলে  খোয়াবে যে মানটা।
ট্রাফিককে কাঁচকলা ধরলে চড়াবে গলা
ক্রমে ক্রমে সপ্তম  সর্গে
একদিন অবশেষে সত্যিই গেল  ফেঁসে
বাইক পিছলে সোজা মর্গে।
এমনি আরো কত ফাঁক খুজে অবিরত
বেনিয়মে চলে সব গাড়ি যে
সঠিক আইন হলে না মেনে ফাইন হলে
বেশী লোকে  ফিরতো হে বাড়ি যে।
গাড়ি থেকে বোমা খোঁজা কাজ মোটে নয় সোজা
সিটবেল্ট দেখুক না সাথে তার
সরকার কড়া হলে বেআইনি  ধরা হলে
  জীবন একটু থাকে হাতে আর।

আর্যতীর্থ