। মনখারাপের কাব্য।


তোমাকে আজকে মিল দিয়ে নয়, কবিতার টানে বাঁধবো,
গিটারে কখনো বেহাগ বাজতে শুনেছো?
আমিও শুনিনি, তাই বলে সেটা চেষ্টা করতে দোষ কি?
একটু নাহয় বিকেলের রোদে চাঁদের জোছনা ভাববো..
প্রেম বাদ থাক, বরং শোনাবো মনখারাপের কাব্য।
আজকাল জানো, সূর্য  উঠলে জোর পেয়ে যায় কান্না,
কলুর বলদ বাঁধা হবো পুনঃ রোজের কাজের জোয়ালে
এককালে লাল পুবের আকাশে না হওয়া কবিতা দেখতাম
আজকাল শুধু বর্ম পরি তো, রোজের সমরে নামবো,
অ্যালার্মঘড়িটা রোজ আওড়ায় মনখারাপের কাব্য।
এখনো তোমায় হলুদশাড়িতে দেখলে বুকে যে ঝটকা,
আহা, কতদিন তুমি হলুদে সাজোনি বলোতো,
ফাটকা খেলেছি  কতবার আগে তোমার আঁচল খসলে
একদিন দেখো, বুনোপ্রেম নিয়ে কবিতার বই ছাপবো
হারানো আদর আলগোছে লেখে মনখারাপের কাব্য।
কবিতার বই এখনো রেখেছি তিনখানা তাক জমিয়ে
অবকাশ পেলে দেখি মাঝে মাঝে ধুলোরা কতটা জমলো
বন্দী কবিতা স্বপ্নতে এসে বলে ঠগবাজ, জোচ্চোর,
আর কি কখনো তোমাতে আমাতে কবিতায় রাত জাগবো?
না হওয়া কবিতা মাথা কুটে লেখে মনখারাপের কাব্য।


আর্যতীর্থ