।  রবিনসন ক্রুসো।

একলা ঘুমের মাঝখানে ঠিক, স্বপ্নে তুমি আসলে যদি
ভাবনাগুলি দুকুল ছাপায়, গান হয়ে যায় ইচ্ছেনদী।
ভাবনাগুলির সরগম নেই কোমল নিখাদ যেমন খুশী
মাঝস্বপনে ভোর হয়ে যায়, চাপড়ে কপাল, ভাগ্য দুষি।
সকালবেলা পাপ করেছি, একলা রাখি চায়ের কাপ
সাতসকালের রোদের কাছে দুহাত জুড়ে চাইছি মাফ।
জলখাবারের প্লেটটা আমায় ধমকে দিল খুব কষে
বিষণ্ণতায় ভুগছে চেয়ার, সেটাও বলো কার দোষে?
আয়নাতে যেই মুখ দেখেছি, ভেংচে দিলো লাল টিপে
ফ্ল্যাটের সারি বদলে গেল হঠাৎ করে এক দ্বীপে।
কিনারাতে দাঁড়িয়ে আছি, লাঠির ডগায় লাল পতাকা
আমায় নিতে আসবে বলে, একলা আমার দাঁড়িয়ে থাকা।
আসবে কি আর, কে জানে তা, যুক্তি বলে আসবে না,
জাহাজডুবির নির্বাসনে, আর তো নাবিক ভাসবে না।
তবু কেন মন মানে না,  দীপটা জ্বলে ক্ষীণ আশার
হয়তো হঠাৎ পড়বে এসে, এই ভরসায় বছর পার।
ফ্ল্যাটের দ্বীপে একলা কাটাই, সকাল বিকেল যায় বয়ে
আসবে কখন তোমার জাহাজ, ভগ্ন বসে ক্রুসো হয়ে।
আর্যতীর্থ