। পরিবর্তন।

চলো এবার বদলিয়ে যাই আমরা দুজন
অনেক হলো ঘষে মেজে চালিয়ে নেওয়া
তেঁতুলপাতায় আর কতদিন সাজবো সুজন
ফালতু কাজে নিজের আসল সময় দেওয়া।

দিনযাপনের রুটিন মেনে খোপ কেটেছি
একেকটা কাজ নিক্তি মেপে তাতে ঠাসা
তোমার আমার একলা সময় রোজ ছেঁটেছি
কাজের চাপে কুঁকড়ে আছে ভালোবাসা।

ছকটা এবার উল্টে চলো রুটিনটাকে বদল করি
গতের কাজে গতর দিয়ে সুখ পাইনি আহামরি।
পেরিয়ে এলাম অনেকটা পথ দেখতে দেখতে বিকেল হলো
ফিসফিসিয়ে সময় বলে মাঝি এবার নোঙর তোলো।

ভাবছি এবার রুটিন ভেঙে অচিন গাঙে নাও ভাসাবো
হাত বাড়ালাম, এসো সাথী দুজন মিলে পথ হারাবো।
রুটিন কাজের কাণ্ডারীরা টের পেলে খুব খুঁজবে এসে
আমরা তখন হারিয়ে গেছি নিয়মভাঙা অচিনদেশে।

আর্যতীর্থ