। লগ আউট।


ভাবছি রুটিন থেকে কিছু জিনিস বদলে দেবো
লিস্টে সবার ওপরে রয়েছে তোমার নাম
  যাকে ভুলতে চাই, তার নাম কেনই বা নেবো
  কে দেবে অজস্র খুন হওয়া দুপুরের দাম?
খুব সত্যি কথা বলতে কি, তুমিও কি ভুলেছো?
ভাঙা সম্পর্ক  বড় নাছোড়বান্দা স্মৃতি
এই যে  এত একলা দোকলা ছবি তুলেছো
সেটাও কি নয় সব হারানোর ভীতি?
আগের প্রজন্ম বোধহয় এই ব্যাপারে ছিল পরিষ্কার
  প্রেম ছিল তাদের কাছে ঘর বাঁধার প্রস্তুতি
এখন তো আমাদের হিসেবে আগে আসে কেরিয়ার
  কে আর চাইছে সম্পর্কের গুঁতোগুতি!
তাই  দাঁড়ি টেনে  দিয়ে বলা ' স্টিল গুড ফ্রেন্ড'
যেন ছাড়াছাড়ি দিনের রুটিনেরই কোনো অঙ্গ
স্ট্যাটাস বদলে স্মাইলি লাগানো, সেটাই এখন ট্রেন্ড
  শুধু সিগারেট হাতে পোড়ে নিঃসঙ্গ।
আজকে কেমন লাগছে যেন, হৃৎপিন্ডে বিষাদ মাখা
স্মৃতিগুলো পাল্টে গেছে বিষমাখানো অক্টোপাসে
দেখছি যখন আলমারিতে তোমার দেওয়া টি সার্ট রাখা
ভুলে যাব কেমন করে থাকলে মিশে প্রতি শ্বাসে?
তাই লগ আউট করলাম ভার্চুয়াল দুনিয়া থেকে
আর তোমায় দেখবো না ফেসবুক টুইটারে
উড়িয়ে দিলাম ছবির ভাঁড়ার, বালাই ওসব রেখে
ত্যাজ্য হল  তোমায় ছোঁয়া যা কিছু সংসারে।
কেমন জব্দ! এবার গোটা তুমি বাদ রুটিনের থেকে
আর পারবে না পোড়া মন হাতরাতে
ক্ষনিকের ভুল ভেঙে পড়ে গেল আরশিতে মুখ দেখে
তোমার স্মৃতিরা দাউদাউ আয়নাতে।
আর্যতীর্য