এত কিছু ঘটে গেলো যেখানে, সেই কফির দোকানকে নিয়ে কিছু না লিখলে চলে? কফি সিরিজের শেষ কবিতা...


             । কফির দোকান।


কফির দোকান খেয়াল রাখে কোনটা ভাঙে কোনটা গড়ে
জীবনপালে উল্টো  হাওয়া কফির কাপে দমকা ঝড়ে।
    কফির সাথে দুধের মিশেল
    ভানুমতি দেখাচ্ছে খেল
কোথায় কখন বেহাগ বাজে কখনই বা বিষাদ ঝরে
কফির দোকান হিসেব রাখে মন পাল্টায় কেমন করে।


খুচরো কিছু গল্প জেগে ধুম্র ওঠা কফির কাপে
ইলশেগুঁড়ি ভাবনা ঝরে মন ভালোতে মন খারাপে
        মেজাজ নাখুশ কিংবা শরিফ
        কফির দোকান করছে জরিপ
কোথায় কারো অনর্গলে মুখ নিচু কেউ মোবাইল মাপে
কেমন করে আড্ডা জমায় সাঁপুড়ে আর কেউটে সাপে।


কোন কথাটা আলগা বলা কোন কথাটার গভীর মানে
মারপ্যাঁচ আর কাটাকাটি সবটা কফির দোকান জানে।
             কোন কথাটা বিঁধলো বুকে
              খুন করে যায় হাস্যমুখে
কোন কথাতে মনটা ছোটে হাউই হয়ে আকাশপানে।
তালবেতালের কথারা সব কোথায় জড়ো কফির টানে।


কফির কাপে মন ছড়ানো সেটাই এখন চলতি রীতি
কফির ঘরে বসত করে কষ্ট সোহাগ প্রেম পিরিতি।
       হৃদয় ফাটে হৃদয় জোড়ে
       মন ছড়িয়ে টেবিল জুড়ে
নিজের মত ভাঙে গড়ে মনের যত নিয়ম নীতি,
হিসেব রাখে কফির দোকান কার হল লাভ কার বা ক্ষতি।
আর্যতীর্থ