। পুরুষত্ব।


দশ  মিনিটের জন্য একটি অঙ্গ শক্ত হলো কি না হলো
তার ওপরে দাঁড়িয়ে একটা গোটা মানুষের পুরুষত্ব
শুধু কিছুটা রক্ত হৃদয়ের থেকে তলপেটে এগোলো
সেটাকেই ভিত করে পুরুষকারের মস্ত বড় স্থাপত্য।
একটি প্রায় বৃদ্ধ অঙ্গ প্রকৃতির স্বাভাবিক নিয়ম মানবে,
সেই অবশ্যম্ভাবী প্রাকৃতিক তথ্য পুরুষ মানতে নারাজ
অপসৃয়মান যৌবনকে রবারের মতো যে আরো টানবে
সে ওষুধের বিক্রিবাটা সবকিছুকে ছাড়িয়ে গেছে আজ।
যে বৃদ্ধ তার পক্ষাঘাতগ্রস্ত সঙ্গিনীর দেখাশোনা করেন অন্তহীন
যে প্রৌঢ় পড়ন্ত আলোয় সুর্যাস্ত দেখেন স্ত্রীর হাতে হাত রেখে
তাঁদের কাম জাগে কি জাগে না সে বোকা প্রশ্ন বড় অর্থহীন,
অনেক,অনেক  বেশী পুরুষ তাঁরা বহুগামী যুবকের থেকে।
পুরুষত্ব কোনো ক্ষমতা নয়, যার পরিচয় বিগতযৌবনেও তীব্র স্খলন
পুরুষত্ব মানে অঙ্গীকার দায়বদ্ধ থাকার,সঙ্গিনী সন্ততি আর সমাজের প্রতি
শয্যার আমোদ নয়, পুরুষত্ব জীবনে ছাদ হওয়ার প্রতিশ্রুতির প্রতিপালন
ভায়াগ্রা বা জাপানী তেলে পুরুষত্ব  খুঁজতে যাওয়ার মানে মহা ভীমরতি।


আর্যতীর্থ