। অন্য গল্প।


চোখের ওপর যেই পড়েছে চোখ
সবাই বলল প্রেমের গল্প হোক।
আমি বললাম বস্তাপচা ওসব
অমনটি তো করেই থাকে লোক।


সবাই তখন প্রশ্ন করে 'তবে?'
আমি বললাম ' অন্য গল্প হবে।'
দাঁড়াও আগে ভূমিকাটা লিখি
গল্প লেখা আরম্ভ তো সবে।


যার দুটো চোখ এদিকে তাকিয়ে
কথায় কথায় দাঁড়াই সামনে গিয়ে
হাতের ওপর হাতটা রেখে বলি
অন্য গল্পে যাব তোমায় নিয়ে।


তার দুচোখে তারার ঝিকিমিকি
বলল ' আচ্ছা,  গিয়েই নাহয় দেখি
চোখের ওপর চোখ রেখেছি যখন
একটা কোন গল্প হবে ঠিকই'


দুজন মিলে গল্প বেড়াই খুঁজে
কিছু বুঝে কিছুটা না বুঝে
দুঃখসুখের মণি মানিক পেলে
গল্পতে দেই হিসেব করে গুঁজে।


মাস কাটলো, পেরিয়ে যায় সালও
গল্পখানাও জমছিলো বেশ ভালো
আকাশটাতেও দিব্যি ছিলো আলো
মেঘবিদ্যুৎ হঠাৎই চমকালো!


একদিন সে বলল দুহাত ধরে
অনেকগুলি দিন গিয়েছে ঝরে
গল্প তোমার মন ছুঁয়েছে, তবু
এবার দেখি অন্য গল্প পড়ে?


মাথায় হঠাৎ পড়লো আমার বাজ
শিকেয় ওঠে গল্প লেখার কাজ
গল্পটা তো তার জন্যই লেখা
এ গল্পে ছাই কি আর হবে আজ?


সেই দুচোখে আবার রাখি চোখ
অন্য গল্প লিখুক অন্য লোক।
চেনা দুহাত আঁকড়ে ধরে বলি
এ গল্পটাও প্রেমের গল্প হোক।


আর্যতীর্থ