।    উরি।

জাদু আয়না, বল না দেখি সবার থেকে শান্ত কে?
শান্ত থাকে নিজের ছেলে পুড়ে গেলে জ্যান্ত কে?

সতেরো প্রাণ খুন করে যায় পাশের বাড়ির দুষ্টু লোক
জাদু আয়না, বল দেখি কে শান্ত হয়ে মানায় শোক?

বল না কোথায় নেতা করেন  হাওয়া গরম চিৎকারে?
এধার ওধার বোম ফাটিয়ে দস্যু শুধু লোক মারে?

জেড প্লাসে হয় কোথায় খরচ কোটি টাকা দৈনিক?
যম ছোঁয় না বুড়ো নেতা রোজ মরে যায় সৈনিক?

বিনা বাধায় উগ্রবাদী সীমানা পার কোথায় করে?
সতেরোটা প্রাণ চলে যায় তবুও কি টনক নড়ে!

জাদু আয়না,  বল না বাবা ভূত ভাবীকাল একটু দেখে
নেতা ছাড়া এই দেশে আর থাকতে পারে বেঁচে কে কে?

জাদু আয়না, আমার সাথে তুইও এবার কাঁদবি চল,
আমার দেশের সেনার ভাগে এক্স্ট্রা রেশন চোখের জল।

আর্যতীর্থ