। সেলফি।


এই নেশা বড় নেশা বাকি  নেশা নস্যি
ভালো লাগে খচাখচ তুলতে নিজস্বী
আধপেটা খাই যদি সেটা তবু সইবো
হাতে ইয়া বড় বড় মুঠোফোন বইবো।
ধনে মনে যাই হই ফোন হওয়া চাই স্মার্ট
আজকে একটা কিনে কাল দেখি ফ্লিপকার্ট।
ছবি ছাবা তুলে ফেলি দেখো বিনা হেল্পই
সব কাজ ফেলে রেখে রোজ তুলি সেল্ফি।
সকালে পিচুটি চোখে দাঁতটাত মাজছো
ছাদকোণে আনমনে ভেরেন্ডা ভাজছো
কিংবা বন্ধুসাথে মলে খুব ঘুরিতং
ছুটিতে বেড়াতে গিয়ে পাখি হয়ে উড়িতং
সবকিছু তোলা চাই সেলফিতে স্পষ্ট
ঠিকঠাক ছবি বিনা মেজাজটা নষ্ট।
নয়া মুঠোফোন দেখে প্রশ্নরা নিশপিশ
ফ্রন্টক্যামেরা দাদা ঠিক কত মেগাপিক্স
ফোন করা যাবে কিনা প্রশ্ন অবান্তর
মোবাইল অধুনা শুধু সেলফির যন্তর।
আয়নাতে মুখ দেখা? আরে রামো, সেকেলে
চাস যদি গোটা দশ সেলফিতে দেখেনে।
ঝগড়াটে বান্ধবী গালি দেয় ধরে খুব?
সেলফি তুলতে গেলে অমনি সে হেসে চুপ।
ট্রেনের সামনে করে সেলফির চেষ্টা
গোটা ছয় সাত ছেলে মারা গেলো শেষটা।
তবু কি বিরাম নেবে সেলফিরা সহজে
নিজস্বী গেঁথে গেছে আধুনিক মগজে।
ছয় থেকে সেলফিরা পৌঁছেছে ষাটেতেও
সেলফি উঠছে নাকি শ্মশানের ঘাটেতেও।
এবারে দেখবো বুঝি মরণের শয্যায়
আত্মীয় পরিজন অন্ত সেলফি চায়।
এই নেশা বড় নেশা বাকি নেশা ফক্কা
জোরদার রোজ খাও সেলফির ধাক্কা।


আর্যতীর্থ