। ভীমরতি।
আলটপকা তোর দুকথায় হৃৎপিন্ডে বিঁধলো শেল
চাইছি তো তুই জজ হয়ে যা, যাবজ্জীবন দে না জেল।
প্রেমে পড়ে দোষ করেছি
বামালসমেত ধরা পড়েছি
শেষ হয়েছে জারিজুরি তোরই হাতে সুতোর খেল
হাওয়ার আগে মন ছুটেছে কু ঝিক ঝিক তুফান মেল।


প্রেমের থেকে ভি আর এসটা কবে থেকে চাইছি নিতে
জীবন গেলো হোঁচট খাওয়া দিলের খোঁচা সামাল দিতে।
প্রেমরোগ ঠিক হামের মত
যতই বুড়ো বিপদ তত
সবাই ভাবে এই বয়েসে প্রেম ঠেকেছে তলানিতে
আস্কারা দেয় হঠাৎ জীবন তোর দুচোখের উস্কানিতে।


এই বয়েসে বাণপ্রস্থে সবাই যেত বেদের কালে
তোর জন্যই নতুন পাতা প্রায় মরা এই শুকনো ডালে।
তোর জন্যই লাগছে ভালো
জীবন আবার উঠে দাঁড়ালো
এখনো তো দেখছি কোথাও কোকিল ডাকে রোজ সকালে
প্রেমটা দেখি জাঁকিয়ে বসে দিচ্ছে সিটি রাজার চালে।


মানছি এখন কলেজে নয়, লাফিং ক্লাবেই হচ্ছে দেখা
বুড়োবয়েস সামলে নিয়ে নতুন করে হাসতে শেখা
নাহয় এখন দাঁত বাঁধানো
দুটো চোখেই ছানি কাটানো
বয়েস মানে তাল মেলানো, সবার মধ্যে বাঁচা একা
তাই বলে যে প্রেম পাবে না কোন আইনের বইতে লেখা?


খামোখা আর এই বয়েসে কিসের হিসেব লাভ বা ক্ষতি
কদিন পরেই জীবনে তো পড়েই যাবে চিহ্ণ যতি।
এই কটা দিন পার্কে গিয়ে
প্রেম করে নিই চল চুটিয়ে
কে বলেছে বুড়ো হলে দিতেই হবে ধর্মে মতি?
আমি বরং করতে রাজী বয়েসকালের এ ভীমরতি।
আর্যতীর্থ