। রাধার মন।

রাইকিশোরীর বয়েই গেছে ভাবতে এত প্রেমে
কানু ছাড়া তিন ভূবনে পুরুষ নেই কি আর?
কানাই এবার এসো বাপু বেদীর থেকে নেমে
প্রেমপিরিতির নতুন রীতি বোঝাটা দরকার।

চোখের নজর ঝাপটা দিলো গলির মোড়ে এসে
হাত বাড়ালো মন হারাতে  দুইজনে একসাথে
মন পেরিয়ে শরীর ছুঁলো আগুন সর্বনেশে
পুড়বে জেনেও পতঙ্গ যে আগুনখেলায় মাতে।

পুড়লো নাহয়, পুড়তে কি সুখ রাইকিশোরী জানে
কানুর কাছে প্রেম তো শুধু হাতবদলের খেলা
নাবিককে হায় কে বোঝাবে ঘরে থাকার মানে
নিয়ম করে শরীর ছুঁয়ে মনের অবহেলা।

মনবেসাতির সওদাগরকে রাধাও ভালো চেনে
মরবে পুড়ে জেনেও তো মন আগুনে অঞ্জলি
কানাই যখন চলে যাবে বিধির নিয়ম মেনে
অপেক্ষাতে থাকবে কি রাই হৃদয় অচঞ্চলী?

থাকবে না আর, তাই জেনে নাও হে রাধারমণ
প্রেমপিরিতির দায় যে এখন পঞ্চাশ পঞ্চাশে
ঝড়ঝাপটা সামলে এখন তৈরী রাধার মন
হাজার কানু চলে গেলে হাজার একও আসে।

আর্যতীর্থ