। বেকার কবিতা।

লাইন কিছু আসছে না ছাই, ধুত্তেরি
বেলাইনেই চলুক নাহয় মনের গাড়ি
মোটের ওপর গাড়িখানা চালু থাকুক..

ভাবনাগুলো ডুব মেরেছে কার বাড়ি?
কিসের ভুলে কাল ছিল ভাব আজ আড়ি?
কলমখানা গোঁজামিলের হিসেব রাখুক।

ছন্দমিলের কৌটো খুঁজে ঢাকনা খুলে রাখি
দানার লোভে আসে যদি শিকলছেঁড়া পাখি
বেকার মগজ নতুন কোনো ভাবনা ভাবুক

তুমি বলবে তোমার ওসব পদ্য নাকি?
কবিতা ঠিক কেমনটি হয় জানো তা কি?
চোখের ভেতর দিয়ে মনে মারবে কষে চাবুক

জানি আমার ভাবনা নেহাত ছেঁদো কথা
যা লিখি তা পদ্য বলাও আদিখ্যেতা
সক্কলে চায় কলম আমার চটজলদি থামুক

গাছ করেছে ত্যাজ্য যে সব শুকনো পাতা
দুদিন পরেই গুঁড়ো হবে খুব জানে তা
তাদেরও তো ইচ্ছে করে হঠাৎ বৃষ্টি নামুক

আমিও ওই শুকনো ঝরা পাতার দলে
আমার  পদ্য বৃষ্টি আসার কথা  বলে
আমার চাওয়া বৃষ্টিফোঁটা কেউ তো গায়ে মাখুক

খুব মামুলি ভাবনাগুলো ছন্দ দিয়ে লেখার ফলে
মনখারাপের পাষানগুলো একটু যেন জলদি গলে
কালোসাদা লাইনগুলো রঙিন ছবি আঁকুক।

আর্যতীর্থ