। ভুল।

ভুলগুলো  শুষে নেয় ঘন্টা মিনিট
অনুতাপ বসে বসে মাথা চাপড়ায়,
কষ্টরা ছুঁয়ে দেখে  প্রতি কটা ইঁট,
নড়ে গেছে ভিত যার ঝোড়ো বাসনায়।
সব ঝড়ে আকাশ কি মেঘে ঢাকা থাকে?
কোনো কোনো প্রলয় যে বৃষ্টি মানেনা
কায়াহীন  রাহু কবে  সূর্যকে ঢাকে
সময় হবার আগে কেউ জানে না।
আঁধারের কাজ শুধু  সুখ খেয়ে নেওয়া
কালো রঙ গিলে ফেলে রামধনু পুরো
ছিবড়েটা শেষে শুধু ফেলে রেখে দেওয়া
ছড়িয়ে ছিটিয়ে পড়ে কিছু সুখগুঁড়ো।
ভুলগুলো করে আসে ভারী সাজগোজ
রঙচঙে মিছেকথা  চকচকে খুব
ঠুনকো কাঠামোটার  কে রাখে খোঁজ
দেখা যায় বাস্তবে দিলে পরে ডুব।
সব ভুল ভেঙে যায় একদিন ঠিক
মাসুল দেওয়ার শুরু তারপর থেকে
লাইফবোটেতে ভাসে একলা নাবিক
টুকরো জীবন ফের জোড়া দিতে শেখে।
জোড়ার ফাঁকে ফাঁকে সেলাইয়ের দাগ
মেরামতি হয় নাকি আসলের মতো?
ভুল আর মাসুলের যোগ গুণ ভাগ
দাগ ঠিক রেখে যায় ভরে যাওয়া ক্ষত।

আর্যতীর্থ