। দোদুল্যমান।

ঝুলছে দেখো মুখ্যু মেয়েটা
ঝুলছে দেখো এম এ পাশ
বধূ হওয়ার অপরাধে
বর্গা থেকে ঝুলছে লাশ।
ঝুলছে আশা ভরসা ঝোলে
ঝুলছে সুখের স্বপ্ন সব
নাকের কাছে রক্ত শুকায়
মর্গে পচে বধূর শব।
খড় কাঠ আর ধুনো যেমন
বধূরাও বড়  সহজে দাহ্য
মদ খেয়ে বউ পেটানো
সমাজে সেটাও আপাতগ্রাহ্য।
ঝুলছে সুতোয় ভাগ্য বউয়ের
পুড়বে নাকি ঝুলবে সে
জল্লাদেরা ঠিক এসে যায়
টোপরমাথায় বরবেশে।
পাত্র মানেই বাবাজীবন
পাত্র মানেই হাত জোড়ো
দাবীর চিতায় কাঠ জোগাতে
বন্ধকী দাও ঘরদোরও।
না যদি দাও তৈরী থাকো
ঝুলবে কবে ঘরের মেয়ে
অন্নধ্বংস করছে ভারী
শ্বশুরবাড়ির ভাত খেয়ে।
তোমায় বলি বাপের বাড়ি
দায় কি কিছু নেই তোমার
মেয়ের বিয়ে দাও এমন করে
করছো যেন বেড়াল পার।
দায় এড়ানোর চলছে খেলা
হরেকরকম কোন্দলে
পুলিশ ভাবেন দেখতে হবে
শ্বশুরবাড়ি কোন দলে।
রাঙাচেলির ফটোর বয়েস
এই তো হলো কয়েক মাস
ঝুলছে দেখো মুখ্যু মেয়েটা
ঝুলছে দেখো এম এ পাশ।

আর্যতীর্থ