। অমৃত।


মৃত ভেবে তাকে শ্মশানে নিও না, বড় ভুল হবে তবে
স্বপ্ন মরে নি, সময় একটু দম নিয়ে নিলো সবে।
অত সহজেই হাল ছেড়ে দিলে স্বপ্ন ছিলো না ওটা
স্বপ্ন বাঁচাতে পণ রেখে দিও জীবন তোমার গোটা।


ভীতু মানুষেরা স্বপ্ন দেখে না, সে বড় সাহসী কাজ,
আলোর ঠিকানা কয়জন খোঁজে চললে আঁধাররাজ?
বরং সহজ আঁধারটাকেই আলো বলে মেনে নেওয়া
যুগের নানান হুমকির মুখে  স্বপ্ন  বিদায় দেওয়া।


স্বপ্ন বানানো ব্যবসা এখন ফুলেফেঁপে ওঠে চারদিকে
সবাই বলছে স্বপ্নসিঁড়ির মুখটা ঘোরানো তার দিকে
অন্য লোকের স্বপ্নের টুপি পরে ফেলে লোকে ভাবে
এইটা দিয়েই নিজের জীবন বেশ সামলানো যাবে।


স্বপ্ন তোমার সামলিয়ে রেখো শতেক বিপদে আপদে
ছিঁড়েখু্ঁড়ে দিতে তৈরী রয়েছে বহু বহুরূপী  শ্বাপদে
আঁধারে আগুন বোঝা বড় দায় তবু নিভু নিভু আঁচে
স্বপ্ন মরে না, গুটিশুটি মেরে মানুষের মনে বাঁচে।


আর্যতীর্থ