। ঝগড়ার প্রেম।


ঝগড়া তোমার ভীষণ দামী
পা বাজিয়ে তাই তো আমি
আলটপকা গোল পাকিয়ে মাঝেসাঝে ঝগড়া বাঁধাই,
মারলে যদি কলসি কানা
তাই বলে কি প্রেম দেবো না
এই দেখো না ঝগড়ারূপী মুখিয়ে আছে জগাই মাধাই
মুখঝামটা তোমার মুখে
কথার শেল যে বেঁধাও বুকে
তোমার কটু কথা জানি প্রেমপিরিতির ধানাইপানাই
কথা দিয়ে মন পোড়ালে
আরও জড়াই প্রেমের জালে
আলটপকা ঝগড়াকথায় বাজতে থাকে প্রেমের সানাই
মনভোলানো মিঠে কথায়
ভালবাসার কি আসে যায়
নিজের কাজটি করতে হাসিল মিষ্টি কথার মধু মাখাই
তুমি ছাড়া জগৎ আঁধার
তোমা বিনা জানি নে আর
নিজের কোলে ঝোল টানতে অলীক সুখের জগৎ বানাই
ঝগড়াতে নেই সেই সুবিধা
কটু কথায় নেই তো বাধা
তোমার আমার উগড়িয়ে দোষ উচ্চগলায় নালিশ জানাই
তাই মাঝে মাঝে ঝগড়া দিয়ে
প্রেমের আগুন দিই উস্কিয়ে
তোমার জিভের আগুনশিখায় প্রেমের ফলা আবার শানাই।


আর্যতীর্থ