শ্রদ্ধাঞ্জলি কবি শ্রী শঙ্খ ঘোষকে, কবি দীর্ঘজীবি হোন


   । ঝগড়া।


সবাই এখন মুখিয়ে আছে বাড়িয়ে আছে পা
ভাবটা এমন আয় না একটু ঝগড়া করে যা
ঝগড়া পায়ে পায়ে
ঝগড়া পায়ে পায়ে লাগিয়ে গায়ে ছোটখাটো কথা
চুটকি কথায় ফুলকি ধরে চেঁচিয়ে বেড়ান নেতা
সবাই ধৈর্যহারা
সবাই ধৈর্যহারা কানটি খাড়া কোথায় কে কি বলে
চ্যানেলগুলো বদলে গেছে ঝগড়া করার কলে
বলি ব্যাপারটা কি?
ব্যাপারটা কি মেজাজটা কি সবার এখন চরম?
একটু কথার বেচাল হলেই অমনি হাওয়া গরম
চলছে তরজা লড়াই
চলছে তরজা লড়াই ফুটছে কড়াই ঝগড়াঝাঁটির তেলে
অসাবধানীর   বুক ফুঁড়ে যায়  কথার শক্তিশেলে
জেলে যেতেও পারো
জেলে যেতেও পারো যদি কারো ল্যাজেতে পা পড়ে
ঝগড়াটেরা এখন তোমার ফেসবুকটাও পড়ে
তাই বুঝে লিখো
বুঝে লিখো চাপতে শিখো মনে যে সব ফোটে
মুক্তমনের এখন নেতার চেলার ধমক জোটে
আজব দেশের নেতা
আজব দেশের নেতা বলেন যা তা যেমন মুখে আসে
ভাবটা এমন আমজনতা মুখ দিয়ে থাক ঘাসে
উল্টো গায় যদি কেউ
উল্টো গায় যদি কেউ নেতাদের ফেউ ধরবে টুঁটি টিপে
জল ঘুলিয়ে  মাছ ধরবে মস্ত বড় ছিপে
সাবেক বঁড়শি পাতা
সাবেক বঁড়শি পাতা আইন জাঁতা পিষবে তোমায় কষে
পুলিশ নিয়ে যাবে তুলে কথা বলার দোষে
গণতন্ত্র এটা
গণতন্ত্র এটা বোঝো সেটা কথা বলার আগে
নেতার মুখে বলতে কথা নেতা-ই হতে লাগে
তাই চুপ করে যাও
চুপ করে যাও মুখ বুজে খাও ঝগড়াঝাঁটির গালি
উল্টোপাল্টা কথা জেনো বলবে নেতা খালি
চলুক ঝগড়াঝাঁটি
চলুক ঝগড়াঝাঁটি দাঁতকপাটি লাগুক উন্নয়নে
আমজনতার মনের কথা কবে কে বা শোনে।


আর্যতীর্থ